হবিগঞ্জে ইজিবাইক চাপায় স্কুলছাত্র নিহত
প্রকাশিত : ০৬ জুলাই ২০১৮ ৩:১৬ অপরাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা:: হবিগঞ্জে ইজিবাইকের চাপায় জয় (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রিচি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় ওই গ্রামের ঈশানকোণা এলাকার আকবর মিয়ার ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জয় বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।