সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন
নিজম্ব প্রতিবেদনঃ সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি শীপের প্রথম সভা আজ বৃহস্পতিবার দুপুর ১টায় পিপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও এডিশনাল পিপি এডভোকেট সৈয়দ শামিম আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, এডিশনাল পিপি মইনুল ইসলাম, এডিশনাল পিপি সুয়েব আহমদ, এডিশনাল পিপি ফরহাদ হোসেন খান, এডিশনাল পিপি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পিপি রাখাল চন্দ্র দাস, শাবানা ইসলাম, আসমা বেগম, খোকন কুমার দত্ত, জুবায়ের বখত, বিপ্লব কান্তি দে মাধব, সুজীত কুমার বৈদ্য, মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ আলমগীর, প্রবাল চৌধুরী, মোহাম্মদ মোহাইমিন চৌধুরী, শাহীনুল ইসলাম, কামরুল হাসান, শহীদুল হক, জমিরুল হক প্রমুখ।
সভার শুরুতে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এবং তাদের নিযুক্তি করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মাননীয় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় সভার সভাপতি মহানগর পিপি নওশাদ আহমদ চৌধুরি বলেন,
মহানগর পিপি শীপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্টা সহ আইনের শাষন অক্ষুন্ন রাখার লক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে৷ এবং এব্যপারে তিনি সংশ্লিষ্ট বিচারক, আইনজীবি ও বিচারপ্রার্থী জনগন সহ সকলের সহযোগিতা কামনা করেন।