বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১১:৪৩ অপরাহ্ন
নিজম্ব প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার (২০.০২.২০২০) জকিগঞ্জের ফুলতলীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার শতবর্ষপূর্তি অনুষ্ঠান।
মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমানের যুফার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাইখ ইয়াহিয়া আল কিত্তানী আল আযহারী। তিনি বলেন, আল-আযহার বিশ্ববিদ্যালয় যেমন করে ইসলামিক স্কলার, গবেষক গড়ে তুলছে ঠিক তেমনি এই বাংলাদেশে বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রসা ইসলামের ফুলকি ছড়াচ্ছে।
এখান থেকে ইসলামিক পণ্ডিত, লেখক, কবি, গবেষক আবিষ্কার হচ্ছে। আমার বিশ্বাস, অচিরেই এ প্রতিষ্টান আল আযহার বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। তিনি আরো বলেন, জামেয়া আল আজহার তিনটি মানহাজের উপর প্রতিষ্ঠিত- আকিদা, মাযহাব, ইলমে তাসাউফ।
এই তিনটির কোনটিই ঘাটতি নেই এই প্রতিষ্টানে। ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠান মকবুল প্রতিষ্ঠান আমার বিশ্বাস। তিনি বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের সফলতা কামনা করেন এবং তাদের মেহমানদারিতে মুগ্ধতা প্রকাশ করেন।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, হাফিজ আহমদ মজুমদার এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান, বাদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমীন খান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্বদ্যিালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদির, সহকারী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কবি কালাম আজাদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ।
শতবর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মাহমুদ হাসান চৌধুরীর তত্ত্বাবধানে সমগ্র অনুষ্টান পরিচালনা করেন অনুষ্টান বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা নজমুল হুদা খান ও কমিটির অন্যতম সদস্য মাওলানা নজীর আহমদ হেলাল।