নিজস্ব প্রতিবেদক :: কুয়েত, কাতার, ভিয়েতনাম ও বাহরাইন ফেরত ৩৩৮ প্রবাসীকে সন্দেহের বশবর্তী হয়ে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল বুধবার লন্ডনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনতিবিলম্বে নিরপরাধ প্রবাসীদের মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখা। বক্তব্যের মাধ্যমেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন অনেকে।
প্রবাসীদের মুক্তি না দিলে রেমিট্যান্স প্রবাহ বন্ধ করে দেওয়া সহ সারা বিশ্বে একযোগে বাংলাদেশের সকল দূতাবাস ঘেরাও করার মত কঠিন সিদ্ধান্তে যেতে পারে প্রবাসী অধিকার পরিষদ।
প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সমন্বয়ক সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিপ্লব কুমার পোদ্দার, সাংবাদিক শামছুল আলম লিটন, প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক শাওন আহমদ, লন্ডন সমন্বয়ক বুলবুল সিদ্দিকী, খন্দকার সাহিদুজ্জামান সুমন, ক্যামব্রিজ সমন্বয়ক ও টোরি নেতা হাফেজ আব্দুল মোবিন, সোসাইটি অব ডেমোক্রেটিক রাইটস এর চেয়ারম্যান ব্যারিস্টার ইকবাল হোসেন, সেক্রেটারী ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যাংকার সৈয়দ সোহেল আহমদ, সাংবাদিক তানভীর হাসান, এম এম রহমান শামীম, কাজী হেমায়েত উদ্দিন মিশন, মাওলানা রফিক আহমদ, আতিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, নূরুল ইসলাম প্রমুখ।
Post Views:
১৫৬