সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৫:০৮ অপরাহ্ন
নিজাম আহমেদ তুষার :: রাজনগরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাজনগর শাখার আয়োজনে শাহিদুর রহমান খাঁন পাপলু স্মৃতি ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ৭ষ্ট খেলায় ২ উইকেটে জয় পেয়েছে উত্তরভাগ এ দল।
শনিবার ১ টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উত্তরভাগ ইউনিয়ন এ দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে রাজনগর ইউনিয়ন এ দল। ২০ ওভার ব্যাট করে রাজনগর এ দল ১০ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করতে সমর্থ হয়। দলের পক্ষে আমিন সর্বোচ্চ ৪৬ বলে ৬৪ রান ও মেহেদি ৩৩ বলে ৪২ রান করেন।
উত্তরভাগ ইউনিয়ন এ দলের পক্ষে রাহি ৩টি ও টিটু,মাহফুজ ২ টি উইকেট লাভ করেন।
টান টান উত্তেজনার ম্যাচে রান নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে জয়ের স্বাদ উপভোগ করে উত্তরভাগ ইউনিয়ন এ দল। দলের পক্ষে ফেরদৌস ২০ বল খেলে ৪২ রান , নাঈম ২৫ বল খেলে ৩৪ রান সংগ্রহ করেন এবং শেষ দিকে খায়রুলের ১০ বলে ৩০ রান করেন। রাজনগর ইউনিয়ন এ দলের পক্ষে আমিন ৩ টি , জাবেদ ও সিজান ২ টি উইকেট লাভ করেন।
২ উইকেটে জয় তুলে নেয় উত্তরভাগ এ দল। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ হন খায়রুল।
ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন প্রকাশ পাল ও রায়হান আহমেদ রেহান।
আগামী রবিবার (২০ ডিসেম্বর) দুপুর একটায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ৮ম খেলায় উত্তরভাগ ভিক্টোরিয়ান্স বি দলের মোকাবেলা করবে টেংরা ইউনিয়ন এ দল।
টুর্নামেন্টের প্রতিটি খেলা ফেসবুক পেইজ Green Sports সরাসরি দেখাচ্ছে।
ডেসিমি/ইই