বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:৩২ পূর্বাহ্ন
এম. ইউ. মুনাঈম :: পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্থান করে নিয়েছে বাংলাদেশের একমাত্র দল A1eSports। A1eSports-ই প্রথম বাংলাদেশী দল হিসেবে ফাইনাল খেলতে দুবাই যাচ্ছে আগামী ১৫ জানুয়ারী ২০২১ খ্রিষ্টাব্দে। চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারী ২০২১ খ্রিষ্টাব্দে।
পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়াতে অংশগ্রহণ করে লক্ষ লক্ষ দল। সেখান থেকে মাত্র তিনটি দলকে বাছাই করা হয়। বাছাইকৃত তিনটি দলে স্থান করে নেয় বাংলাদেশের দল A1eSports। মোট ২৪টি দল থেকে ফাইনালের জন্য ১৬টি দলকে বাছাই করা হয়। ১৬টি দলে স্থান করে নেয় বাংলাদেশের দল A1eSports। পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে প্রাইজ হিসেনে রয়েছে ১৬ কোটি টাকারও বেশি। A1eSports-এ খেলছেন মো. আব্দুল জব্বার শাকিল, উদ্দিন উদ্ দৌলা, নোমান আল রাফিদ দুর্লভ, আবু হাসনাত আলভি, শাহ্ হাসানুজ্জামান অভি।
E-Sports হচ্ছে ইলেক্ট্রিক স্পোর্টস। মোবাইল গেমিং ইউরোপ, আমেরিকায় অনেক থেকে চলে আসলেও দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশে এখন এখন প্রসার বিশাল হচ্ছে দিন দিন। অনেকে E-Sports কে বেছে নিয়েছেন ক্যারিয়ার হিসেবে।
A1eSports-এর অন্যতম প্লেয়ার শাহ্ হাসানুজ্জামান অভি জানান, “আমরা দীর্ঘ পরিশ্রমে আজকের এই অবস্থানে এসেছি। নিজেদের ক্যারিয়ারে মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আশা রাখি বাংলাদেশের সবার সাপোর্ট আমাদেরকে করে সর্বশেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাবে।”
ডেসিমি/ইই