সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৫:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন :: সিলেট-সুনামগঞ্জের পর এবার সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-হবিগঞ্জে ১২ টি বিআরটিসি এসি বাস চালু করা হয়েছে। এখন থেকে প্রতিদিন শ্রীমঙ্গল রুটে ৬ টি এবং হবিগঞ্জ রুটে ৬ টি চলাচল করবে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাসের সার্ভিস ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যুক্ত ছিলেন মন্ত্রী।
বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, এখন প্রয়োজন বিআরটিসির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।
এ সময় বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
এ সময় মন্ত্রী, করোনাকালে সরকার ঘোষিত ‘যত সিট তত যাত্রী’ নীতি প্রতিপালনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালনার আহ্বান জানান।
ভিডিও কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের জনপ্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সংযুক্ত ছিলেন।
ডেসিমি/ইই