বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:৩৬ পূর্বাহ্ন
নিজাম আহমেদ তুষার :: ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন(কোয়াব) রাজনগর উপজেলা শাখার আয়োজনে প্রথম বারের মতো উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে ১৬ টি দল নিয়ে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মরহুম শাহিদুর রহমান খাঁন (পাপলু) স্মৃতি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ইং।
দুপুরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের চতুর্থ খেলায় টসে জিতে পাঁচগাঁও ইউনিয়নের দলের অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
সালমানের ব্যাটে শুরুটা ভালো করলেও শেষের দিকে অনেকটা পিছিয়ে যায় পাঁচগাঁও ইউনিয়ন দল। শেষ পর্যন্ত সালমানের ১৫ বলে ২৭ রান ও রমজানের ৯ বলে ১০ রানের সুবাদে দলীয় ১৩.৩ অভার শেষে ৭২/১০ রানে থামে ইনিংস। রাজনগর দলের শুভ্র ৫ টি উইকেট ও কামরুল ২ উইকেট পান।
৭৩ রানের টার্গেটে নেমে ৮.৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে খুব সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজনগর সদর দল। দলের পক্ষ্যে হাফিজ ২৪ বলে ২৭* রান ও নাদিম ১২ বলে ১২* রান।
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শুভ্র।
খেলায় আম্পায়ার হিসেবে ছিলেন রুমান আহমদ ও ওয়াজিউন মেহেদি।
সেমিফাইনাল:
২৭ ডিসেম্বর – উত্তরভাগ ইউনিয়ন বনাম মুন্সিবাজার ইউনিয়ন।
২৮ ডিসেম্বর – রাজনগর সদর বনাম ফতেহপুর ইউনিয়ন।
ডেসিমি/ইই