সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:৫৮ অপরাহ্ন
নিজাম আহমেদ তুষার :: ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন(কোয়াব) রাজনগর উপজেলা শাখার আয়োজনে প্রথম বারের মতো উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে ১৬ টি দল নিয়ে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মরহুম শাহিদুর রহমান খাঁন (পাপলু) স্মৃতি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ইং।
দুপুরে টুর্নামেন্টের সেমি ফাইনালের দ্বিতীয় খেলায় টসে জিতে উত্তরভাগ ইউনিয়নের “এ” দলের অধিনায়ক বোলিং করার সিদ্ধান্ত নেন।
রেহানের ব্যাটে শুরুটা ভালো করলেও শেষের দিকে অনেকটা পিছিয়ে যায় মুন্সিবাজার ইউনিয়ন এ দল। শেষ পর্যন্ত রেহানের ২৬ বলে ২৮ রান ও রেজওয়ানের ১৪ বলে ১৮ রানের সুবাদে দলীয় ১৭.১ অভার শেষে ১১৫/১০ রানে থামে ইনিংস। উত্তরভাগ দলের কাজল ৪ টি উইকেট এবং শিপন ও রাহি ২টি করে উইকেট পান।
১১৬ রানের টার্গেটে নেমে ১৭ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উত্তরভাগ ইউনিয়ন “এ” দল। দলের পক্ষ্যে কাজল ৮ বলে ১৯* রান ও শাহেদ ১৬ বলে ১৯ রান।
২ উইকেটে জয় নিয়ে ফাইনালে উত্তরভাগ এ।
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন কাজল।
খেলায় আম্পায়ার হিসেবে ছিলেন রাজ সরকার ও শাহ জাবেদ।
ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জহির আহমেদ জোয়াহির।
ফাইনালে মোকাবেলা করবে উত্তরভাগ এ বনাম রাজনগর সদর সি। পরবর্তীতে সময় এবং তারিখ Green Sports পেইজে জানিয়ে দেওয়া হবে।
ডেসিমি/ইই