বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:৩২ পূর্বাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া শিক্ষা, শান্তি, প্রগতি’র পতাকাবাহী উপমহাদেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
উপমহাদেশের প্রাচীন ও সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বরণীয় করে রাখতে সারাদেশ ব্যাপী ছাত্রলীগ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ স্থান পর্যবেক্ষণ করে ধারনা করা যায় বিগত সকল বছরের প্রতিষ্ঠা বর্ষিকীর উদযাপনকে পেছনে ফেলবে এবারের আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে ছাত্রলীগের আর্ট। ছবি :: সংগৃহীত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, ৪ জানুয়ারির সকাল ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ছাত্রলীগের প্রোগ্রাম সাজানো আছে যার মধ্যে উল্লেখযোগ্য সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে কেক কাটা, সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধার্ঘ্য অর্পণ,ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল, বিকেল ৩: ০০ টায় বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন, বিকাল ৪:০০ টায় কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট কর্তৃক আয়োজন করা হয়েছে দেশব্যাপী নানান অনুষ্ঠান।
সারাদেশ ব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ এর নিজ নিজ ইউনিটে উক্ত দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য নির্দেশ প্রধান করেন বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় যথাযত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য জোর পূর্বক অনুরোধ করা হয়।
ডেসিমি/ইই/