সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:৪০ অপরাহ্ন
এম. ইউ. মুনাঈম :: গতকাল শনিবার (৯ জানুয়ারি) রোজ শনিবার হোটেল গোল্ডেন সিটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেলে অধ্যায়রত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট’ এর অভিষেক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। প্রধান আলোচক শাবিপ্রবির সাবেক বিভাগীয় প্রধান ড. আতী উল্লাহ।
উপদেষ্টাদের মধ্যে আলোচনা রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব ফজলুল হক, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আব্দুস সামাদ, সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, এসএইচএ গ্লোবালের অপারেশন ম্যানেজার তোরাব আলী, কর্মসংস্থান ব্যাংকের প্রধান অফিসার ফয়েজ উল্লাহ ফয়েজ, এসিস্টেন্ট সাব-ইন্সপেকটর অফ ফোড মোহাম্মদ সিরাজ উদ্দিন,
উপজেলা আনসার ভিডিপি অফিসার আব্দুর রহিম, সাব-এসিসটেন্ট লাইভস্টক অফিসার মনির উদ্দিন, প্রকৌশলী কবি সম্রাট তারেক, বাংলাদেশ পুলিশের এসআই মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ক্যাশিয়ার আতাউর রহমান, জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার কামরান আহমেদ, উপজেলা মৎস কর্মকর্তা (৩৬ তম বিসিএস) মিসবাহ উদ্দিন আফজল, ফোড সেইফটি অফিসার শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক ইউসুফ আলী।
অনুষ্ঠান শেষের দিকে এসোসিয়েশন সভাপতি মোঃ সদর উদ্দিন সমাপনি বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,”আমাদের স্বপ্নের সংগঠন -“পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ গোয়াইনঘাট” গোয়াইনঘাটের সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবকিছুর উর্ধ্বে থেকে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাব।আমরা আমাদের সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রতীজ্ঞাবদ্ধ। আমি আশা করি আমাদের এ দীর্ঘ পথচলায় সবাই আমাদেরকে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা করে পাশে থাকবেন।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাটের আহ্বায়ক মোবারক হাসান, সহ-সভাপতি অর্নব দে ইমু,নুরুজ্জামান ইমন,মোন্তাসির মোস্তাকিন, আশিকুর রহমান,জুনেদ আহমদ, তানভীর আহমেদ।
ডেসিমি/ইই