সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন এমপি মহোদয় এর ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার কান্দিগাও ও মোগলগাও ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও মোমেন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক শফিউল আলম জুয়েল, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ, কান্দিগাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজম আলী,সাধারণ সম্পাদক মোজাহিদ আলী,৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল হক,৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল আমিন,২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মন্নান।
মোগলগাও ইউনিয়ন এ উপস্থিত ছিলেন মোগলগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ চুনু, সাধারণ সম্পাদক আশিক মিয়া,সহ সভাপতি আছন মিয়া, প্রচার সম্পাদক আব্দুস সালাম, কৃষি সম্পাদক নুর উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি ও উনার সুযোগ্য সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।