বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:০৯ পূর্বাহ্ন
এম. ইউ. মুনাঈম :: আজ সোমবার (১১ জানুয়ারি) রাত ১০ টায় সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্তের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী জায়গায় নিহত হোন। নিহত দুজন হলেন সজিব ও লুৎফুর। এর মধ্যে সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি জালালাবাদ থানায়। নিহতদের হাসপাতালে নেয়ার জন্য প্রায় আধা ঘণ্টা পর এম্বুলেন্স আসে।
বিক্ষুব্ধ জনতা চারটি ট্রাকে আগুন লাগিয়ে দিলে প্রায় ঘণ্টাখানেক পরে ফায়ার সার্ভিসেস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। রাস্তায় ব্লক থাকায় সঠিক সময়ে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।
সেখানে সিলেটের দুই কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী ও আফতাব হোসেন উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং এই রাস্তায় ট্রাক বন্ধের জন্য পূর্বের দাবিগুলো আবার তুলে ধরেন। কাউন্সিলর লোদী বলেন, ‘এই রাস্তায় যেন রাত ৮ টার আগে কোনো ট্রাক চলতে দেয়া না হয়।’ দীর্ঘ এক ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ জনতা জানায়, এই রাস্তায় যেন ট্রাক চলাচল শীঘ্রই বন্ধ করা হয়। অন্ততপক্ষে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধের দাবি জানায় তারা।
উল্লেখ্য যে, গতকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেট নগরীর খাসদবিরে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন।
ডেসিমি/ইই