শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন
সিলেট :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, জনগণের প্রতীক। তাই নৌকা প্রতীকে ভোট দিলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। বাংলাদেশ আজ ধারাবাহিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে নিতে হবে।
তিনি গত বৃহস্পতিবার মৌলভীবাজার চৌমোহনী পয়েন্টে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী ফজলুর রহমানের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান আমিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান প্রমুখ।
ডেসিমি/ইই/প্রেবি