শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে সিলেট অভিমুখী সুরমা মেইলের চাকায় শান্ত মিয়া (১৫) নামে এক কিশোরের পায়ের গোড়ালি কাটা পরেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় শমসেরনগর স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনাটি ঘটে।
শান্ত মিয়া শমসেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খসরু মিয়ার ছেলে।
গুরুতর আহত ওই কিশোরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে সিলেট অভিমুখী ৯নং আপ সুরমা মেইল সকাল সাড়ে ৭টায় শমসেরনগর স্টেশন ছেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাউন আউটার সিগন্যাল এলাকায় ট্রেনের চাকার নিচে পড়ে কিশোর শান্ত মিয়ার একটি পায়ের গোড়ালি কেটে যায়। খবর পেয়ে তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, শান্ত রেলপথ এলাকায় ঘাস কাটছিল। আকস্মিকভাবে ট্রেন আসতে দেখে সে রেলপথ থেকে সরে যাওয়ার সময় একটি পা রেলপথে আটকা পড়ে। ট্রেনের চাকায় তার পায়ের গোড়ালি কেটে যায়।
শমসেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেসিমি/ইই