শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন :: সিলেটের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’ প্রতিবছর ক্যাম্পাসে আয়োজন করে ঋতুরাজ বসন্তকে বরণ করতে ‘মোহনা বসন্ত উৎসব’।
এবারই তার ব্যতিক্রম দেখা দিয়েছে। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আয়োজন হচ্ছে না মোহনা বসন্ত উৎসব।
শিক্ষার্থীদের নানান আয়োজনের মাধ্যমে ফুটে উঠে বাঙালি সংস্কৃতি। নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটক উপস্থাপন করে শিক্ষার্থীরা। এছাড়াও থাকে বাঙালিয়ানা সংস্কৃতির শতভাগ তুলে ধরার প্রাণপণ চেষ্টা। থাকে সমাজের ওপর প্রভাব ফেলা অপসংস্কৃতির বেড়াজাল থেকে বের হবার তাগিদ। পুরো এমসি কলেজ ক্যাম্পাস জুড়ে থাকে সাজসজ্জা। কলেজের প্রতিটি পথ ছুঁয়ে যায় রঙবেরঙের আলপনায়। প্রচার প্রচারণা হয় পুরো সিলেট নগরীতে।
তবে সরেজমিনে ক্যাম্পাস প্রদক্ষিণ করে দেখা যায়, পুরো ক্যাম্পাস জুড়ে সুনসান নীরবতা। কোথাও কোনো সাজসজ্জা নেই। নেই ঋতুরাজ বসন্তকে বরণ করার কোনোরকম আয়োজন।
মোহনা সাংস্কৃতিক সংগঠন এর সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেই সাথে থমকে আছে আমাদের সকল কার্যক্রম। এবারের বসন্তটা আমরা পরিবারের সাথেই বরণ করব। আগামী বসন্তে মোহনা তার চমক নিয়ে সকলের সামনে হাজির হবে। তখন সবাই মিলে বরণ করব, ঋতুরাজ বসন্তকে।
ডেসিমি/ইই