শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
আজ ২১ ফেব্রুয়ারি, ২০২১ ইংরেজি। রবিবার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫২তম দিন। বছর শেষ হতে আরো ৩১৩ (অধিবর্ষে ৩১৪) দিন বাকি রয়েছে।
ইতিহাসে আজকের দিন
ঘটনাবলী
১৮৪৮ – কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো।
১৯০১ সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯১৬ সালে জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।
১৯৪৬ সালে বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮) – বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলি বর্ষণ। নিহত বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।
১৯৬৫ – মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
২০০০ সালে বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।
জন্ম
১৮১৫ – ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া
১৮৭৮ – মিরা আলফাসা ভারতের পণ্ডিচেরি অরবিন্দ আশ্রমের শ্রীমা ।
১৮৭৬ – রুমানিও ভাস্কর কনস্তানতিন ব্রানকুসি
১৮৯৪ – শান্তি স্বরূপ ভাটনগর প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী ।(মৃ.০১/০১/১৯৫৫)
১৮৯১ – নির্মলেন্দু লাহিড়ী বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা ।(মৃ.২৮/০২/১৯৫০)
১৯২৭ -অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।(মৃ.০৩/০৯/২০০৭)
১৯৩০ – গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার।(মৃ.২০১৫)
১৯৪৭- মাসুদ পারভেজ সোহেল রানা, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৬১ – অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ।
১৯৭০ – মাইকেল স্লেটার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
মৃত্যু
১৬৭৭ – বারুক স্পিনোজা, একজন ওলন্দাজ দার্শনিক।
১৯৫২ – আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, ভাষা আন্দোলনের শহীদ ।
১৯৫৮ – ডানকান এডওয়ার্ডস, একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
১৯৬৫ – মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৬৮ – হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।
১৯৯৩ – অখিল নিয়োগী স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি। জ.২৫/১০/১৯০২)
২০১২ – শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর।(জ.২১/০১/১৯৩৩)।
ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো
শহীদ দিবস, বাংলাদেশ।
ডেসিমি/ইই/উইকিপিডিয়া