বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১১:৩৭ অপরাহ্ন
ডেইলি সিলেট মিডিয়া :: আবারও বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি। করোনা সংক্রমণের বেড়ে যাওয়ায় ৩০ মার্চ নয়, ঈদের পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।”
করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক দফা পিছিয়ে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের ডা. দীপু মনি এ তথ্য জানান।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ সময় জানান শিক্ষামন্ত্রী।
ডেসিমি/ডেস্ক/ইই