বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১০:৪৩ অপরাহ্ন
এমসি কলেজ, সিলেট :: সিলেটের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট এর মোহনা সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল ৯ ঘটিকায় এমসি কলেজ শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ, উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, কলেজ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিউল আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী।
এছাড়াও মোহনা সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি টিপু শিকদার, সাধারণ সম্পাদক সৌরভ পাল, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ সাংস্কৃতিক সম্পাদক পল্লবী দাশ মৌ, সদস্য কামরুজ্জামান, সামি, দীপন, তাহিন, সৈকত প্রমুখ।
ডেসিমি/ইই