বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১১:০৯ অপরাহ্ন
এটিএম ফোয়াদ হাসান, নবীগঞ্জ :: নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার রাতে দুই ঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটিও। উপজেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গতকাল রাত ৮ টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় চলে রাত সোয়া ১০ টা পর্যন্ত। ঝড়ে নবীগঞ্জ পৌর শহরে ঢুকার সবকটি রাস্তা বন্ধ হয়ে যায়। আউশকান্দি টু নবীগঞ্জ, ইনাতগঞ্জ টু নবীগঞ্জ, বিশ্বরোড আইনগাওঁ টু নবীগঞ্জ, হবিগঞ্জ টু নবীগঞ্জ, প্রতিটি রাস্তার পাশে বড় ছোট গাছ এবং বৈদ্যুতিক প্রায় ৩১ টি খুটি পড়ে গিয়ে যোগাযোগ ব্যাবস্থা অচল হয়ে পড়ে।
শহরের আশে পাশে এবং নবীগঞ্জ শহরে ঢুকার প্রতিটি রাস্তা বন্ধ হয়ে যায়। এলাকায় শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়ি ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়ক, শহীদ সাবাজ আলী সড়ক, ওসমানী রোড সড়কে বেশ কয়েকটি জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। ঝড় শুরু হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে যায়।
অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে উপজেলা সদর সহ আশপাশের এলাকাগুলো।
ঝড়ে বিদ্যুতের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে পল্লীবিদ্যুতের ডিজিএম মোঃ আলীবর্দি খান জানান নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার বেশিরভাগ জায়গায় প্রবল ঝড়ের কারণে গাছপালা ভেঙ্গে বৈদ্যুতিক খুটির উপর পড়ায় এবং দূর্বল খুটিগুলো ও ভেঙ্গে পড়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সচল করার।
নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, প্রবল ঝড়ের কারনে উপজেলার বিভিন্ন জায়গার ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে। এবং গতকালের ঝড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আশা করছি পরিস্থিতি বৃহষ্পতিবার সন্ধা নাগাদ নিয়ন্ত্রণে আসবে।
ডেসিমি/ইই