শান্তিগঞ্জ বাজারের জোবায়ের হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ
স্টাফ রির্পোটার : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে জোবায়ের হত্যা মামলার প্রধান আসামী মইনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিক্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার হাসনাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য যে, শান্তিগঞ্জ বাজারে বিগত ১৬/১২/২০২১ তারিখে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে আওয়ামিলীগ কর্মী জোবায়ের নিহত হয়। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করলে তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে সাত জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মইনুলকে প্রধান আসামী করা হয়। এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পলাতক রাজন তালুকদার, জিলন, মনসুরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।