রির্জাভ নিয়ে ভয়ের কোনো কারন নেই: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২২ ১২:৪৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদেন রিজার্ভ ভালো আছে। ২০০৮ সালে যখন রির্জাভ ৫ বিলিয়ন ডলার ছিল। বিএনপি সরকার রেখে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা ৪৮ এ উঠলাম। ভালো খরচ করে ৪০ এ নামলাম। আমরাতো মনে হয় অযৌক্তিক শঙ্কা, রাজনৈতিক কারনে কেউ কেউ মন্তব্য করছেন। আমাদের রিজার্ভ ৩৯ এ নেমে আবার বাড়া শুরু করেছে। আমার জানামতে ৪০ ক্রস করেছে। আমি জানি আমাদেন রিজার্ভ ভালো আছে। রিজার্ভ নিয়ে ভয়ের কোনো কারন নেই।
ডলারের দাম নিয়ে মন্ত্রী বলেন, ডলারের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল। বিশ্বমরলদের চাপাচাপিতে এটি ৮০ থেকে থর থর করে লাফিয়ে ১২০ উঠেছিল। এখন সেই অবস্থায় আর নেই। নিযন্ত্রণে চলে আসবে বলে জানান তিনি।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরে জেলা পরিষদ কর্তৃক কীর্তি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ প্রমুখ।
পরে জিপিএ -৫ অর্জন কারী ১৭৫ জন এসএসসি ও ১০১ জন এইচ এসএসসি পাস শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করেন মন্ত্রী।