যাত্রা শুরু করলো ‘খানিদানি’ ফুড অর্ডারিং ও ডেলিভারি প্লাটফর্ম
প্রকাশিত : ২০ আগস্ট ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
ডেইলীসিলেটমিডিয়াডটকম: সিলেটের এক ঝাক তরুণ-তরুণীর সম্মিলিত প্রয়াসের মাধ্যমে ‘খানিদানি’ অনলাইন ফুড অর্ডারিং ও ডেলিভারি স্টার্ট আপ যাত্রা শুরু করেছে।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর এক অভিজাত হোটেলে ‘খানিদানি’ অ্যাপস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দি সিলেট চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -এর সভাপতি, তাহমিন আহমেদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক মোকাম্মিল চৌধুরী, সিলেট ক্যাটারার্স এসোসিয়েশননের
সভাপতি, শান্ত দেব, সিনিওর ম্যানেজার, Bangladesh Youth Leadership Centre
বারিশা রাব্বি, উন্দাল কিং কাবারে ডিরেক্টর, সালাহউদ্দিন বাবলু।
মারজানা ইয়াসমিন ও নুজহাত চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ‘খানিদানি’ -এর সিইও জাহিদুল আবেদীন সাজন।
এসময় বক্তারা বলেন, ‘খানিদানি’ সিলেটের যুবসমাজের মাঝে প্রেরণার উৎস হয়ে থাকবে। পর্যটন নগরী সিলেটের পরিচিতিও বিশ্বে ছড়িয়ে পড়বে। তারা ‘খানিদানি’র সফলতা কামনা করেন এবং এর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
সিইও জাহিদুল আবেদীন সাজন জানান, খানিদানি অ্যাপস এর মাধ্যমে কাস্টমাররা খুব সহজে প্রিয় রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করতে পারবেন সর্বচ্চো ৬ কিলোমিটার দুরে থেকে। তিনি বলেন, ২ কিলোমিটার দূরত্বের মধ্যে অর্ডার করলে ফ্রি ডেলিভারি দেয়া হবে । তিনি আরো জানান- খানিদানি ডেলিভারি সিস্টেম খুবই সেইফ, কারণ তারা শতভাগ থার্মাল ব্যাগ এর মাধ্যমে ডেলিভারির নিশ্চয়তা দেন যাতে খাবারের পরিবেশনা ও খাবার এর তাপমাত্রা ঠিক থাকে।
‘খানিদানি’ আগামি ৩ থেকে ৬ মাসের মধ্যে মৌলভিবাজার, শ্রীমঙ্গল, কুমিল্লা ও চট্রগ্রাম এ প্রসার করতে চায়। পর্যায়ক্রমে তারা সারা দেশে তাদের নেট ওয়ার্ক বিস্তৃত করতে চায়।