সিলেটে নারী সেজে মহিলাকে জিম্মি: যুবক আটক
প্রকাশিত : ২২ আগস্ট ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
হাতে আনারসের ব্যাগ নিয়ে বাসায় ঢুকে দরজায় নক করে একজন আগুন্তুক। দরজা খুলে দিতেই রুমাল দিয়ে মুখ ঢেকে নেয়। হাতের চাকু দিয়ে জিম্মি করে নেয় মহিলাটিকে। জোর করে মহিলাটিকে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। বাসায় অপর মহিলার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে প্রাণে বাঁচেন তারা।
সিলেট নগরীর উপশহর জে ব্লকের ৪ নম্বর রোডের হাজী সুনা মিয়া কটেজ নামক ১৬ বাসায় ঘটনাটি ঘটেছে।
জানা যায়, রোববার (২১ আগষ্ট) বিকাল চারটার দিকে বোরকা পড়ে নারী সেজে এক যুবক নগরীর উপশহরের জে ব্লকের ৪ নম্বর রোডের ১৬ বাসায় দুই তলায় ঢুকতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
আটককৃত যুবক নাসির আহমদ তাপাদার (৩৩)। তিনি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী এলাকার আব্দুর হান্নান তাপাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী বাবুল বৈদ্য জানান, রোববার বিকালে রাস্তা দিয়ে যাবার পথে হঠাৎ বোরকা পড়া একজন লোক আনারস হাতে ওই বাসায় প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। পরে ভেতরে প্রবেশ করে বাসার চার তলায় গিয়ে বাথরুমের দরজা ভেঙ্গে ভেতরে দেখতে পান বোরকা পড়া ওই লোক তাদিয়া তাবাসসুম ফারিয়া (২৭) নামের এক মহিলারগলায় চাকু ধরে বসে আছে। তিনি আরও কয়েকজনকে নিয়ে ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করলে তিনি সহ আরও একজন সামান্য আহত হন। পরে অনেক চেষ্টায় ওই মহিলাকে উদ্ধার ও বোরকা পড়া ওই লোককে আটক করতে সক্ষম হন। পরে তারা তাকে পুলিশে দেন।
তবে আটককৃত যুবক নাসির আহমদ তাপাদারকে পরে তাদের বোনের স্বামী হিসেবে সনাক্ত করেছেন ভিকটিম তাদিয়া তাবাসসুম ফারিয়া।
তিনি জানান, আটককৃত যুবক নাসির আহমদ তাপাদার তাদের বোনের স্বামী। তবে কী কারণে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন তা তারা বলতে পারছেন না।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, উপশহর এলাকার জে ব্লকের ওই বাসায় বোরকা পড়ে এক যুবক প্রবেশ করে। তখন বাসার লোকজন প্রতিবেশীদের ডাক দিলে চোর সন্দেহে ওই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই যুবক চিকিৎসাধীন রয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে।