জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
প্রকাশিত : ৩০ আগস্ট ২০২২ ৬:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার।
মঙ্গলবার (৩০আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আটগ্রাম স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার জালালাবাদ গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অনিকা পরিবহন নামে একটি বাস উপজেলার আটগ্রাম স্টেশনে আসামাত্র বেপরোয়া গতিতে একটি দোকানে ঢুকে যায়। এসময় এক স্কুল ছাত্রীকে চাপা দেয় বাসটি। এতে প্রাণ হারায় এই ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম।