বিদায় ভালো লাগা ভালোবাসার সিলেট: এসপি ফরিদ
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
২০১৯ সালের ২৪ শে জুন সিলেটের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। আজ বুধবার (৩১আগস্ট) ৩ বছর ২ মাস ৭দিন পূর্ণ হলো তাঁর। সিলেটে যোগদানের পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কর্মকালের শেষ দিনের আগেই সিলেটের প্রতি আবারো ভালোবাসার জানান দিলেন ফরিদ উদ্দিন।
এদিকে,অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি হওয়ায় সিলেট থেকে ইতি টানতে হচ্ছে মানবিক পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিনগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এসপি সিলেট ফেসবুক একাউন্ট থেকে সিলেটের প্রতিটিজন মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সিলেট প্রতিদিনের পাঠকদের জন্য তাঁর সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-আজ (৩১/৮/২২) সিলেট জেলায় ৩ বছর ২মাস ৭দিন কর্মকাল শেষ করে সিলেট জেলা হতে বিদায় নিচ্ছি।
নতুন পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা করব।
বিদায় বেলায় পেছনের অনেক সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ছে, অনেকের কথা বলতে ইচ্ছে করছে। শুধু সংক্ষিপ্ত করে এটুকু বলতে চাই :
(১) ভালো থাকবেন সিলেটের সম্মানিত জনগণ ।
(২) ভালো থাকবেন সিলেটের জনপ্রতিনিধিবৃন্দ ।
(৩) ভালো থাকবেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ ।
(৪) ভালো থাকবেন সিলেটের সকল সরকারি- বেসরকারি চাকরিজীবীগণ এবং ব্যবসায়ীগণ।
(৫) ভালো থাকবেন সিলেটের সকল প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংবাদ কর্মীবৃন্দ।
(৬) ভালো থাকবেন এবং বরাবরের মত দেশের পাশে থাকবেন সিলেটের প্রিয় প্রবাসীবৃন্দ।
(৭) ভালো থাকবেন আমার প্রিয় জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানরা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
(৮) ভালো থাকবেন শ্রমজীবীও মেহনতি মানুষ।
আপনাদের সকলের অকুন্ঠ সমর্থন ভালবাসা এবং অনুপ্রেরণা আমার এই দীর্ঘ পথ চলার পথকে মসৃণ করেছে।
সবশেষে বলতে চাই
ভালো থাকুক আমার প্রিয় সিলেট জেলা পুলিশের সকল সদস্য । ভালো থাকুক এবং সেবার মানসিকতা নিয়ে বেড়ে উঠুক সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল।
ভালো থাকুক ভোলাগঞ্জের “হোয়াইট স্টোন গেস্ট হাউস”। ভালো থাকুক জাফলং এর “পিয়াইন পুলিশ কটেজ” ভালো থাকুক আমার প্রাণের ‘স্মৃতি ৭১’।
সালাম তোমাকে -ভালো লাগার ও ভালোবাসার প্রিয় সিলেট।