শাবিপ্রবি উপাচার্যের সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাসের রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ কর্মকর্তা ড. নাবিলা মাসুমি।
বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। এ বছর আমরা ২য় বারের মত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করছি। তাছাড়াও এ বিশ্ববিদ্যালয় প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করে, দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবন করে এবং দেশ সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এ বিশ্ববিদ্যালয় সুশানের জন্য অন্যতম রোল মডেল। ইতোমধ্যে গবেষণায় বাজেট বৃদ্ধি করা হয়েছে আট গুণ। যার ফলাফল স্বরুপ এ বছর ৭০০ বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীম আল মামুন, প্রক্টর ইশরাত ইবনে ইসলাম, ইনস্টিটিউট অফ মর্ডান ল্যাংগুয়েজের পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমূর, আমেরিকান দূতাবাসের ইংলিশ ল্যাংগয়েজ কো-অর্ডিনেটর শাওন কর্মকার, রিজিওনাল ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম স্পেশালিস্ট বিশ্ব রাজ গৌতম।