আগামী সপ্তাহ থেকে চা শ্রমিকদের নতুন মজুরি
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
টানা কর্মবিরতির পর আজ বিকেলে প্রথম তলব নিবে চা শ্রমিকরা। আর গত সাপ্তাহের তাদের পাওয়ানা মাত্র ১২০ টাকা। এ অবস্থায় বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ৫ সাপ্তাহের ক্যাডিটে একহাজার টাকা অগ্রীম দিবেন।
বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান গোমার মোহাম্মদ শিবলী জানান, রবি থেকে শনিবার পর্যন্ত ৭ দিনের মজুরি দেয়া হয় প্রতি বুধবারে। তবে এই ৭দিনে কর্মবিরতি থাকায় কোন কাজ হয়নি। শুধুমাত্র ছুটির দিনের মজুরি পাবে শ্রমিকরা।
তবে তাদের জীবন নির্বাহনের স্বার্থে প্রত্যেক বাগানেই তাদের চাহিদা অনুযায়ী অগ্রীম টাকা দেয়া হবে।
তিনি জানান, বাগানগুলোর পঞ্চায়েত প্রধানদের সাথে আলোচনা করে কোন বাগানে একহাজার, কোন বাগানে আটশত, কোন বাগানে ছয়শত টাকা করে অগ্রীম দেয়া হবে। যা পরবর্তী তলব (সাপ্তাহিক প্রেমেন্ট) থেকে দুশ টাকা করে কেটে রাখা হবে।
এ ব্যাপারে ফিনলে টি এর সিইও ও বাংলাদেশীয় চা সংসদের সিনিয়র সদস্য তাহসিন আহমদ চৌধুরী জানান, শ্রমিকদের শ্রমিকদের অগ্রীম মজুরি আমরা দিচ্ছি এ সাপ্তাহে। সাথে রেশনও দেয়া হবে। ইতিমধ্যেই প্রত্যেক চা বাগান ব্যবস্থাপনা পরিষদকে তা জানিয়ে দেয়া হয়েছে। তিনি জানান, কাজ না করলে রেশনও দেয়ার নিয়ম নেই। কিন্তু আমরা ভুর্তুকিতে গত সাপ্তাহের পুরো রেশন শ্রমিকদের দেয়ার জন্যও সব বাগানে বলে দেয়া হয়েছে। ইতিমধ্যে রেশনের আটা সংগ্রহ করাও হয়েছে।
এ ব্যপারে শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগানের মঞ্জু তন্তবাই জানান, বাগানে তার একার কাজ। পরিবারে ৪ সন্তান বৃদ্ধ মা ও স্ত্রী মিলিয়ে ৭জন। তিনি বাগানে ড্রেন খনন, স্প্রে দেয়া কাজ করনে।
এই কাজ করে অতিরিক্ত আয় করার সুযোগ কম। যে টাকা তিনি সাপ্তাহিক মজুরিতে পান তা দিয়ে এমনিতেই তার চলাফেরা কষ্টকর। তার উপর আগামী ৫ সাপ্তাহ ক্যাডিটের এক হাজার টাকা কাটবে। এটি সামাল দেয়া তার জন্য কষ্ট সাধ্য হবে।
এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, পঞ্চায়েত প্রধানরা কর্মবিরতিকালীন মজুরি পাওয়ার জন্য মৌকিকভাবে আবেদন করেছেন মালিক পক্ষের কাছে। আগামী চুক্তির বেঠকে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ বিষয়ে বিবেচনার জন্য বাংলাদেশীয় চা সংসদকে অনুরোধ করা হবে।
প্রধানমন্ত্রী গত শনিবার ঘোষনা দেয়ার পর রবিবার থেকে ১৭০ টাকা করে মজুরি পাবেন যা দেয়া হবে আগামী বুববার থেকে।