ডাম্বেল নিয়ে ঘাম জড়াচ্ছেন সেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২২ ৭:২০ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক : দেবিনা ব্যানার্জির পরনে কালো রঙের ব্রালেট-লেগিংস। তার শরীরে মাতৃত্বের আভাস স্পষ্ট। তারপরও সাবলীল ভঙ্গিতে ডাম্বেল তুলছেন, স্কোয়াট করছেন। মেডিসিন বল নিয়েও কসরত করছেন তিনি। আর তাকে সহযোগিতা করছেন জিমের প্রশিক্ষক। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
এ ভিডিওর ক্যাপশনে লিখেন—‘প্রশিক্ষকের সাহায্যে সহজেই কীভাবে শরীরচর্চা করি, তারই একঝলক। ইদানীং নিজের শরীরকে সুস্থ, মনকে শান্ত রাখি। ভালোবাসার মানুষদের সান্নিধ্যে থাকি। আমার একটাই লক্ষ্য, আমি আর আমার সন্তান যেন ভালো থাকি। এটা নিশ্চিত করতেই শরীরচর্চা করি।’ নেটিজেনরাও মন্তব্য করে দেবিনাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। অনেকে তার ঘাম জড়ানোর সাহসীকতার ভূয়সী প্রশংসা করছেন।
গত ৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। প্রথম সন্তানের বয়স সাড়ে ৪ মাস পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই তারকা। এ নিয়ে নেটিজেনদের দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন দেবিনা।
টিভি অনুষ্ঠান ‘রামায়ণ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন দেবিনা-গুরমিত। এতে তারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেন। এ দুটি চরিত্র তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ সময়ে সম্পর্কে জড়ান তারা। দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন গুরমিত-দেবিনা।
অনেক দিন সন্তানের অপেক্ষায় ছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারা। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে এই দম্পতি ঘোষণা দেন, তাদের সংসার আলো করে আসছে প্রথম সন্তান। পাশাপাশি বেবি বাম্পের ছবিও প্রকাশ করেন দেবিনা। আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই জুটি।
শুধু ছোট পর্দা নয়, ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন গুরমিত। অন্যদিকে ‘খামোশ’ সিনেমায় কাজ করেছেন দেবিনা।