সিলেটে করোনায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা।
৬০ বছর বয়সি এই বৃদ্ধা কিডনির সমস্যা, যক্ষ্মা ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁকে কিছুদিন ধরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যু দাঁড়াল ১ হাজার ২৫২ জনে।অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭২৬ জনে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১ ও মৌলভীবাজার জেলার ৩ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৫ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ১৬৩ জন।