প্রশংসায় ভাসছে বিথী রানী’র ”কইন্যা বিদায়”
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
প্রশংসায় ভাসছে বিথী রানী’র ”কইন্যা বিদায়”। সাম্প্রতিক সময়ে বিথী রানী নাথ সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত বিয়ের গান *কইন্যা বিদায়* গানটি জায়গা করে নিয়েছে সবার মনে। ঝড় তুলেছে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে।
লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় ভরে উঠেছে সিলেটি *কইন্য বিদায়* গানটি।
গানটির গীতিকার সাধক মোফাজ্জ্বল ডেইলীসিলেটমিডিয়া কে বলেন,
নারী হলো পরার পর ঘরি l একজন নারীর বিয়ের আগে বাপের বাড়ি তার নিজের বাড়ি থাকে আর বিয়ের পরে এই নিজের বাড়িটাই শুধু বাপের বাড়ি হয়ে যায় ! আর সেটা নিজের বাড়ি থাকেনা ! এই বাড়ির কেউ আর সেই নারীর সুখের ভাগী দুঃখের ভাগী ততোটা থাকেনা ! এটাই প্রথাগতভাবে চলে আসছে। ভাই বোন নিয়ে বড় হওয়া একটি পরিবারে ভাইয়ের জায়গা হয় বাপের বাড়িতে ঠিকই,কিন্ত বোনের হয়না l কারণ সে যে নারী ! একজন নারী যখন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যায় তখন কতোইনা দুঃখ লাগে l সেই দুঃখটাকেই আমার এই গানটিতে তুলে ধরেছি মাত্র l গানটি সিলেটি আঞ্চলিক ভাষায় লেখা l গানটির সুর ও আমার নিজের করা,যা বেশ সময় নিয়ে করেছি l ধন্যবাদ এই গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে।
এই গানটি দিয়ে বিথী রানী নাথ জয় করছেন সিলেট তথা সবার মন,সমগ্র বাংলা ভাষা ভাষী মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরো বেশি করে অর্জন করছেন তিনি। কারন গানটিতে রয়েছে ভিন্নধর্মী কথাও চমৎকার সংগীতায়জন।
বিথী রানী নাথ ডেইলীসিলেটমিডিয়া কে বলেন, আমি বরাবরই চেষ্টা করি নিজের ভালো লাগা টাকে সুর ও সংগীতায়জনের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করতে। এই গানটিও আমি চেষ্টা করেছি,আমার সেরাটা প্রয়োগ করতে।বাকিটা নির্ভর করছে আমাদের যারা ভালোবাসেন তাদের উপর। আশা করছি এই গানটিকেও সবাই আরো বেশি করে সমর্থন করবেন।
সমগ্র বিশ্বের বাংলা ভাষা ভাষী মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন। আমি আসলে যে ধরনের গান করতে পছন্দ করি এটি এমনি একটি গান। যার দরুণ আমি স্বা-নন্দে গানটি গাওয়ার প্রস্তাব গ্রহণ করি এবং আমার যথাসাধ্যমত চেষ্টা করেছি গানটিতে ভালো কিছু দেয়ার। আমার বিশ্বাস ছিলো গানটি প্রতিটি নারীর অন্তরে জায়গা করে নেবে। গানটির সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তাই আমি আমার প্রিয় ভক্তদের বলছি গানটিকে সমর্থন করুন। ভালো গানের সঙ্গে থাকুন,ভালো গানকে ভালোবাসুন। গানটি পেতে sur sagor media এর সাথেই থাকুন।
গানটির সাথে যারা যুক্ত ছিলেন..
Singer : Bithi Rani Nath Lyric & Tune : Sadhok Sheikh Mofazzul Hussain Music : Sudip Chakrabarty Director : Suhel Ahmed D.O.P : Ahmed Jabed Photographer : MD Khurshed Alam Model : Afzal Hussain Nurun Nahar baby Shammi Akter Md Abdul Motin A.K. Emon