নগরীতে বালুভর্তি ট্রাকে ভারতীয় কসমেটিকস পাচার
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকা থেকে অভিনব কৌশলে ট্রাকের বালির ভেতরে ভারতীয় কসমেটিকস পাচার করার সময়ে ট্রাকসহ পুলিশের হাতে আটক হয়েছে এক চোরাকারবারি। জব্দ করা হয়েছে আনুমানিক ৮ লক্ষ ২০ হাজার টাকা সমমূল্যের প্রসাধনী।
আটকৃত ব্যক্তির নাম মো. সুজন (২৭),তার পিতার নাম মো. নুরুল ইসলাম। সে সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কার্তিকপুর গ্রামের
বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকা থেকে ঢাকা-মেট্রো-ট-২২-৭৫৯২ নাম্বারের একটি ট্রাকসহ মালামাল জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা যাওয়ার পথে বালু বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।পরবর্তীতে শ্রমিকদের মাধ্যমে বালু অপসারণ করে ট্রাকের মধ্যে সুকৌশলে পলিথিন ও তেরপাল দিয়ে ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স ভর্তি ৩১টি বস্তা উদ্ধার করা হয়।এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।