বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ দলে তিন পরিবর্তন
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। বিশেষ করে দুই ওপেনার এবং পেসার তাসকিন আহমেদকে নিয়ে। দুই ওপেনার পুরোপুরি ফ্লপ। তাসকিন, সাইফউদ্দিন এবং মোস্তাফিজ- এই তিন পেসার পুরোপুরি ফ্লপ করায় হেরেছিল বাংলাদেশ।
এবার বাংলাদেশের ওপেনিং জুটি পুরোপুরি বদলে ফেলা হয়েছে। দুই ওপেনার মোহাম্মদ নাইম (নাইম শেখ) এবং এনামুল হক বিজয়কে বাদ দিয়ে হিসেবে দলে নেয়া হয়েছে সাব্বির রহমান রুম্মন এবং মেহেদী হাসান মিরাজকে। এছাড়া পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে নেয়া হয়েছে এবাদত হোসেনকে।
শ্রীলঙ্কার বিপক্ষে আজও তিন পেসার ফর্মুলা নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং সাইফউদ্দিন রয়েছেন পেসার হিসেবে। স্পিনার রয়েছেন সাকিব আল হাসান, শেখ মাহদি, মোসাদ্দেক হোসেন এবং মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দলের হয়ে এবাদত হোসেনের এবং শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দোর টি-টোয়েন্টি অভিষেক হলো আজ।
বাংলাদেশ একাদশ
সাব্বির রহমান রুম্মন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাহদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আশালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুসকা গুনাথিলাকা, দাসুন সানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা।