পররাষ্ট্রমন্ত্রী সিলেট এসে পৌঁছেছেন
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন প্রায় ১২ ঘন্টার ঝটিকা সফরে সিলেট এসে পৌঁছেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ প্রমুখ।
পররাষ্ট্রমন্ত্রী সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করবেন।
বিকাল ৪টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ড. মোমেন। জেলা পরিষদ হলরুমে হবে এই অনুষ্ঠান।
বিকাল সাড়ে ৫টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ ইউনিটের উদ্বোধন করবেন মন্ত্রী।
এরপর রাত ৯টার দিকে বিমানযোগেই তিনি ঢাকায় ফিরে যাবেন।