বিপুল ইয়াবাসহ সিলেটে মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২ ৪:৩০ অপরাহ্ণ

সিলেট নগরীর উপশহর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ বাদশাহ মিয়া (২৫), তার পিতা- আব্দুর রশিদ।
বৃহঃস্পতিবার(১ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক(নিঃ)/ জনাব সঞ্জিত চন্দ্র দাস জানান, সে
সিলেট শহরের কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে কিনে আশপাশ এলাকার মাদক সেবীদের কাছে খুচরা দরে বিক্রি করতো। তারবিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।