শাবিতে সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে সৈয়দ মুজতবা আলী হলের প্রধান ফটকে ফিতা কেটে বর্ধিতাংশের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পরবর্তীতে তিনি হলের নবনির্মিত টিভি রুমে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমিন, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান।