সিলেটবাসীর শিক্ষার বিষয়ে আরও বেশি জোর দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২২ ৫:২০ অপরাহ্ণ
সিলেটবাসীর শিক্ষার বিষয়ে আরও বেশি জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্তান ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ. কে আব্দুল মোমেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সিলেট একটি ঐতিহ্যময় শহর। এটি একটি অনেক জ্ঞানী লোকের শহর। কিন্তু দুঃখের বিষয় সম্প্রতিকালে শিক্ষার বিষয়ে আমরা অনেক পিছিয়ে গেছি। এক সময় সারা বাংলাদেশের বেশি শিক্ষিত লোক এ সিলেটেই ছিল। সিলেটের বেশি শিক্ষিত লোক হওয়ায় ব্রিটিশ শাসন আমলে অনেক জায়গায় সরকারি চাকরিগুলোতে সিলেটিদের অবস্থান থাকত। বর্তমানে শিক্ষার ক্ষেত্রে আমাদের সিলেটের অবস্থান নিম্নে। আর এ নিম্নের ফলে আমাদের মাতৃমৃত্যু বেশি, আমাদের শিশুমৃত্যুর হার বেশি। এখানে স্কুল কলেজও অনেক কম। আমাদের সিলেটবাসীর শিক্ষার বিষয়ে আরও বেশি জোর দিতে হবে।
এরপূর্বে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে সৈয়দ মুজতবা আলী হলের প্রধান ফটকে ফিতা কেটে বর্ধিতাংশের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র সৈয়দ রুহুল আমিন, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান।