গোলাপগঞ্জে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিলেট -জকিগঞ্জ মহাসড়কের রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরেকজন যাত্রীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত ৩ জনের মধ্যে একজনের নাম লুৎফুর রহমান (৫৫) ও তার স্ত্রী । তিনি চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাবেক মেম্বার বলে জানা গেছে। অপর নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরেকজন যাত্রীকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।