জগন্নাথপুর পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত ৪ আসামী গ্রেফতার
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৩০ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৪জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৪ আসামীকে শুক্রবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমানের নিদের্শনায় বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশে অভিযানে জিআর-১০৮/২১ (জগন্নাথপুর) এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আশারকান্দি ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৩৮), আব্দুল তাহিদের ছেলে জুবায়ের আহমদ (৩২)। পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতাকৃত পৌরসদরের পূর্ব ভবানীপুর গ্রামের মৃত মাখন দেবনাথের ছেলে বিজয় দেবনাথ (৩৬)কে গ্রেফতার করেন।
এদিকে পুলিশের পৃথক অভিযানে সিআর-৪৮৬ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী পৌর সদরের কেশবপুর (পশ্চিমপাড়া) জালু মিয়ার ছেলে মো. জুয়েল মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনজার্চ মো. মিজানুর রহমান জানান, থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।