জকিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২২ ৪:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহগলি বাজার এলাকায় অভিয়ান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কানাইঘাট উপজেলার নিজ বাউরভাগ দক্ষিণ গ্রামের জলাল আহমদের ছেলে বাবুল আহমেদ (২৮) এবং নিজ বাউরভাগ পূর্ব গ্রামের আব্দুস শুকুরের ছেলে এবাদুর রহমান (২২)।
জানা যায়, জকিগঞ্জ থানাত অফিসার ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ আট হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম।