আজমিরীগঞ্জে পলাতক ৬ আসামী গ্রেফতার
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ৬ আসামী গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। আটককৃতদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন: পূর্ব কালনী এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে অজিত চৌধুরী, সজল চৌধুরী, কাজল চৌধুরী ও নগর চৌধুরীর পুত্র রঞ্জিত চৌধুরী, নোয়াগড় এলাকার ইরফান আলীর পুত্র লকুছ মিয়া, শিবপাশা এলাকার মৃত লিয়াকত আলীর পুত্র অতু মিয়া। এর আগে গতকাল ৩সেপ্টেম্বর দিবাগত রাতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করে আজমিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাসুক আলী জানান, আসামীরা মামলা দায়ের পর দীর্ঘদিন পলাতক ছিল। থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।