ইয়াবাসহ এক কিশোর গ্রেফতার
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম , মো: এনামুল (১৯), তার পিতা-মোঃ তারিছ আলী।
রোববার(৪ সেপ্টেম্বর) দুপুর ১.১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক(নিঃ)/ জনাব সঞ্জিত চন্দ্র দাস জানান, সে সিলেট শহরের কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে কিনে আশপাশ এলাকার মাদক সেবীদের কছে খুচরা দরে বিক্রি করে থাকে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।