ব্রিজের নিচে ভারতীয় নাগরিকের মরদেহ
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর পানিতে ভেসে আসা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ।
রোববার(৪ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে ব্রিজের পিলারের নিছে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পায়। পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলওয়ে পুলিশকে জানানো হয়। রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম মরদেহ উদ্ধার করেন ।
এসময় তার পকেটে তার একটি ড্রাইভিং লাইসেন্সে পাওয়া যায় তার তথ্য । এ তথ্যমতে তার নাম দ্বিজরাজ ঘোষ । তার বাড়ি ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের জাম্বুরাছড়া গ্রামে। তার বাবার নাম রাশিক ঘোষ। মরদেহটি বানের জলে ভেসে এসেছে বলে পুলিশের ধারনা। এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম বলেন,পিলারে আটকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদেরকে খবর দেয় । ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারণ ।