কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজয় রাউতিয়া যুবক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত অজয় রাউতিয়া (২৫) উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম লাইনের লক্ষিন্দর রাউতিয়ার ছেলে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভানুগাছ-পাত্রখোলা সড়কের ঝপলারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এসআই মহাদেব বাছাড় জানান, অজয় পাত্রখোলা চা-বাগান থেকে ভানুগাছ যাওয়ার পথে ঝপলারপার এলাকার সেতুতে ওঠার আগে কোনো অটোরিকশার সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ঘটনাস্থলে কোনো অটোরিকশা পাওয়া যায়নি। নিহতের মোটরসাইকেলের সাইলেন্সারে সবুজ রঙের দাগ রয়েছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নিহতের পরিবারের লোকজন এলে মরদেহ থানায় নিয়ে যাওয়া হবে।