সিলেট জেলা ও মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর উপর ফরিদপুরে স্বৈরাচারী শাসকগোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী কায়দায় নগ্ন হামলা প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক দল সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের হয়।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষক দল নেতা ফারুক আল মাহমুদ, মাহবুব আহমদ চেয়ারম্যান, আলমাছ উদ্দিন চৌধুরী, আব্দুল খালিক, নুরুল আমিন দুলু, শহিদ আহমদ, নুরুল আমিন নুরুল, শহিদ আহমদ, আব্দুর রহিম, আব্দুল মজিদ, বুরহান উদ্দিন, হিরন মিয়া, সুমন আহমদ, জিয়া উদ্দিন, কামিল আহমদ, ফারুক আহমদ, চান মিয়া, মহানগর কৃষক দল নেতা ময়নুল হক স্বাধীন, শামীম আহমদ চৌধুরী, শামীম আহমদ, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ উসমান, পলাশ আহমদ, আনোয়ার হোসেন ছয়ফুল, জাহাঙ্গীর, এমরান, বিমানবন্দর কৃষক দল নেতা আবিদ হোসেন, বাহাদুর মিয়া, বিশ্বনাথ কৃষক দল নেতা কুদ্দুস আলী, শাহীন চৌধুরী, কানাইঘাট কৃষক দল নেতা শাহীন আহমদ, কোম্পানীগঞ্জ কৃষক দল নেতা নুরুল আমীন, মনির উদ্দিন, সদর কৃষক দল নেতা ফজলুল হক, কৃষকদল নেতা ছইল মিয়া প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলা, মামলা, নির্যাতন চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক কৃষক দলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সাহসীকতার সাথে রাজপথে অতীতেও ছিলো বর্তমানেও আছে এবং আগামীতেও থাকবে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কৃষক দলের নেতাকর্মীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।