দিরাইয়ে পন্ডিত রামকানাই দাশের ৮ম প্রয়ান দিবস পালন
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২২ ৯:০৩ অপরাহ্ণ
দিরাই সংবাদদাতা, জয়ন্ত কুমার : দিরাইয়ে বাংলাদেশের সংগীত অঙ্গনের কিংবদন্তিতুল্য পুরুষ, অনন্য প্রতিভা পন্ডিত রামকানাই দাশের ৮ম প্রয়ান দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে পন্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদ, শ্যামারচর এর আয়োজনে সোমবার বিকাল ৪ টায় ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও রামকানাইগীতি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পন্ডিত রামকানাই দাশের কর্মময় জীবন ও সৃষ্টি নিয়ে আলোচজনা করা হয়। ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্ত রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও রামকানাই পন্ডিতের সহচরী অমরচাঁদ দাস, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, দিরাই প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাশ, সংগীত শিক্ষক শ্যামল চক্রবর্তী, শাহ আবদুল করিম পরিষদ দিরাই শাখার সভাপতি মাহমুদ আপেল প্রমুখ। বক্তারা বলেন, পন্ডিত রামকানাই দাশ ভাটির গৌরব ও অহংকার ।
একই পরিবার থেকে পন্ডিত রামকানাই দাশ ও উনার বোন লোকসংগীত শিল্পী সুষমা দাস একুশে পদকে ভূষিত হয়েছেন। এটি বাংলাদেশের অনন্য নজির। বাংলা লোকগান ও উচ্চাঙ্গ সংগীতকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন পন্ডিত রামকানাই দাশ। পরে সংগীত শিক্ষক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে রামাকানাইগীতি পরিবেশন করে শিল্পী অটল চৌধুরী, পৌষী তালুকদার, শ্রেয়া চৌধুরী ও রামাকানাই দাশ স্মৃতি পরিষদ শ্যামারচরের শিল্পীবৃন্দ।