নবীগঞ্জ ও চুনারুঘাটে পৃথক বজ্রপাতে নিহত ৩
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় কৃষি কাজ করার সময় পৃথক পৃথক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ভিন্ন ভিন্ন সময়ে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের জমিরুল মিয়ার পুত্র সাফিকুল ইসলাম (২৫), একই উপজেলার পশ্চিম বড় বাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের রবীন্দ্র বিশ্বাসের পুত্র ওমর বিশ্বাস (১৫) এবং চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের চরনুর আহমেদ গ্রামের রজব আলীর পুত্র শাহিন মিয়া (১৭)।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইন খান এলিস জানান, ইমামবাড়ী বাজারের পাশে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাফিকুল ইসলাম নিহত হন।
চরগাও গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ওমর বিশ্বাস। এছাড়া চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন শায়েস্তাগঞ্জের শাহিন মিয়া।
তিনি আরও জানান, ‘বজ্রপাতে নিহত তিনজনের পরিবারকে সরকারীভাবে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে। ‘
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ও চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ এই তথ্য নিশ্চিত করেন।