কামাল উদ্দিনের সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল-ইউরোপের সমন্বয়কারী কামাল উদ্দিনের সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর ভার্থখলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে কামাল উদ্দিনের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনায় ভার্থখলা মসজিদের মুহতামিম।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্বার মাগফিরাত, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদসস্যের সুস্থতা ও নেক হায়াত কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, শাকিল মোর্শেদ, এডভোকেট মুস্তাক আহমদ, শেখ আলাউদ্দিন রিপন, গোলাম মোস্তফা, হাজী আসাদ, আব্দুল হাই মাসুক, হাজী গোলজার আলী, মনিরুল ইসলাম তুরন, শাহ মাহমদ আলী, মুহিবুর রহমান মুহিব, এনামুল হক মাক্কু, মাহবুব আলম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, ফয়জুর রহমান বেলাল, বখতিয়ার খান ইমরান, মাসুক মিয়া, সাদেক আহমদ, সোনাহর আলী সোহেল, নুরুল আমিন, আল মামুন, রায়হানুল হক, সামসুর রহমান শামীম, সামসুর রহমান সুজা, জয়নাল আবেদিন ইমন, সুমন আহমদ বিপ্লব, আলউদ্দিন মিয়া, ফয়সল আহমদ, শরিফ উদ্দিন, রাসেল আহমদ, আব্বাস আহমদ, লুলু মিয়া, আয়না মিয়া প্রমুখ।