সিলেটে নদীতে গোসল করতে গিয়ে যু্বক নিখোঁজ
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ এলাকায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহিন আহমদ (১৩) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পূর্ব বুরহানাবাদ খেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহিন আহমদ এবিসি কিন্ডারগার্টেন স্কুলের ৭ম শ্রেণী ছাত্র।
এ তথ্য নিশ্চিত করে আনসার কামান্ডার ইমতিয়াজ রহমান ইনু বলেন, আজ বিকাল ৪টায় কুশিঘাট বুরহানবাদ এলাকায় সুরমা নদীতে দুই বন্ধু গোসলে গিয়ে সাতার কাটার সময় একজন নিখোঁজ হয়। সাথে সাথে ৯৯৯ কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানান। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে উদ্ধার নামলেও রাত হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার এর অভিযান শুরু হবে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।