ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ২ জন আটক
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ
ধলাই নদীর কালাপাথর বাঁধ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু বুঝাই বাল্কহেড, নৌকা ও লিস্টার মেশিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তুফানগর গ্রামের জকি মিয়ার ছেলে মো. আব্দুল (৩০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার আব্দুল খালেকের ছেলে মুখলেছুর রহমান (৩৫)।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বুধবার পুলিশ এই অভিযান চালায়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ধলাই নদীর লিজ বহির্ভূত কালাপাথর বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলনে খবর পান কোম্পানীগঞ্জ থানার এসআই জনার্দন তালুকদার। গোপন সুত্রের সংবাদে তিনি সেখানে গিয়ে সঙ্গীয় ফোর্স সহ ৩ হাজার ফুট বালু বুঝাই একটি বাল্কহেড, দুইটি লিস্টার মেশিন, দুইটি বারকি নৌকা আটক করেন। যার মূল প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে এসআই জনার্দন তালুকদার বাদি হয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃত দুইজন ও আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
এর আগে সিলেটভিউ২৪ডটকম-এ ” অবৈধ বালু উত্তোলনে বিলীন হলো কালাপাথর বাঁধ: ধ্বংসের দ্বারপ্রান্তে ঢালারপাড়” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সেখান থেকে সাময়িক বালু উত্তোলন বন্ধ হয়। পরে আবার শুরু হয় অবৈধ বালু উত্তোলন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, লিজ বহির্ভূত ধলাই নদীর কালা পাথর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনের সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।